Top

দুই দিনের ব্যবধানে পাবনায় ৩ খুন

১৮ নভেম্বর, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
দুই দিনের ব্যবধানে পাবনায় ৩ খুন
তালুকদার রাসেল, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামের এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুস আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।

এছাড়াও নিহত মানিক পাকশীর আলোচিত হত্যাকাণ্ড হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যার প্রধান আসামি ছিলেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে আসেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত মানিক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য , গত রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তুষার (২০) নামক এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা । নিহত তুষার পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

এছাড়াও , শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মির মৃত্যু হয় ।

এরপর আজ সোমবার সকাল ৯ টায় ৫ থেকে ৭ জন একটি সাদা প্রাইভেট কারে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ সামনে অবস্থান করে ১ নারীকে অপহরণ করা হয় । সে মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন।

জানা যায়, তিনি আর ই সি প্রশিক্ষণ অংশ নিতে আজ সকাল ৯ টায় যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসা মাত্র মাহিন সহ ৫-৭ জন কথা বলে গাড়ির কাছে নিয়ে যায় এবং গাড়িতে থাকা ৪-৫ জন জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা স্থান পরিদর্শন করেছি এবং অপহরণকারী মাহিনরে মা এবং ভাইকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে এসেছি । উর্মি খাতুনকে উদ্ধার এর কাজ চলছে।

এম জি

শেয়ার