Top
সর্বশেষ

ক্ষেতলাল আ.লীগের সভাপতি নাদিম, সম্পাদক সিরাজুল

২৩ মার্চ, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
ক্ষেতলাল আ.লীগের সভাপতি নাদিম, সম্পাদক সিরাজুল
আল মামুন, জয়পুরহাট :

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হলো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

এই সম্মেলনে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে সভাপতি সিলাজুল ইসলাম সরদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে ক্ষেতলাল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০১৩ সালের ৩০ শে জুন ক্ষেতলাল উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার