Top
সর্বশেষ

যশোরে অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার

২৫ মার্চ, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
যশোরে অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার
এ.এফ.এম.আব্দুল কাইয়ুম, যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের ফকিরটিকের মাঠে অজ্ঞাত এক মহিলার (২৮) গলাকাটা লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৫মার্চ) সকাল ৯টার দিকে কৃষকেরা ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের ফকিরটিকের মাঠে কাজ কারতে এসে অজ্ঞাত মহিলার লাশ দেখে থানায় খবর দেয়। .

খবর পেয়ে ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঝিকরগাছা থানার এসআই তারেক নাহিয়ান জানান সকাল ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার বামনআলী গ্রামের ফকিরটিকের মাঠে কাজ করতে এসে মোস্তফার ঘাসের ক্ষেতে গলাকাটা অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে কৃষকেরা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে ধারণা করা হচ্ছে । এছাড়াও নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি।বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতে পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার