Top
সর্বশেষ

কেশবপুরে গণহত্যা দিবস পালন

২৫ মার্চ, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
কেশবপুরে গণহত্যা দিবস পালন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, নিহতদের স্মরণে স্মৃতিচারণ, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, আনিসুর রহমান, প্রভা রায়, প্রশিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে যুদ্ধ ভাসান পাদদেশে ও উপজেলার মঙ্গলকোট বাজার সংলগ্ন ব্রীজের পাশে যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ্বলন করা হয়েছে।

শেয়ার