Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

বাম গণতান্ত্রিক জোট জানেন জামায়াতের আসল রূপ : আ জ ম নাছির

২৮ মার্চ, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
বাম গণতান্ত্রিক জোট জানেন জামায়াতের আসল রূপ : আ জ ম নাছির
চট্টগ্রাম প্রতিনিধি :

কথিত বামদের ওপর ভর করেছে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত অপশক্তি এমন মন্তব্য করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম. নাছির উদ্দীন বলেন, হরতাল আহ্বানকারী বাম গণতান্ত্রিক জোট ভুক্তদের অনেকেই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।

তারা জানেন বিএনপি জামায়াতের আসল রূপ কী? এরা দেশকে এখনো পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। জিয়া ও মোশতাক বঙ্গবন্ধুর খুনিদের সুরক্ষা দিয়েছে। ইনডেমনিটি আদেশকে জিয়া আইন হিসেবে গণ্য করে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য অপরাধের নজির সুস্পষ্ট করেছে। অথচ এই ঘৃণ্য বিএনপি-জামায়াত কথিত বাম ও প্রতিবাদীদের ওপর ভর করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে এদেশকে পাকিস্তান বানাতে চায়।

সোমবার (২৮ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হরতাল বিরোধী এক সভায় তিনি একথা বলেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, আমরা হরতালের বিরোধী নই। এটা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রধান হাতিয়ার। তবে হরতাল আহ্বান যৌক্তিক হতে হবে। জনগণ যদি হরতাল আহ্বানকারীদের ডাকে সাড়া দেয় তা হলে বলার কিছু নেই, আমরাও স্বাগত জানাবো।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, করোনা অতিমারি এবং রুশ-ইউক্রেন যুদ্ধ যে বৈশ্বিক মানবিক বিপর্যয় ডেকে এনেছে তা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করেছেন। সারা বিশ্ব যখন ভাল নেই তার চেয়ে বাংলাদেশ অনেক ভাল আছে। তারপরও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অজুহাতে যারা হরতাল ডেকেছেন তাদের দেশপ্রেমে ঘাটতি আছে।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সৈয়দ মো. জাকারিয়া, আবু তৈয়ব সিদ্দিকী প্রমুখ।

 

শেয়ার