Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

নেত্রকোণায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আলেম ওলামা মাশায়েখদের মিছিল

৩১ মার্চ, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
নেত্রকোণায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আলেম ওলামা মাশায়েখদের মিছিল
নেত্রকোণা প্রতিনিধি :

পবিত্র মাহে রমজনের পবিত্রতা রক্ষার দাবীতে এবং রমজানকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল করেছে ওলামা মাশায়েখগন।

নেত্রকোণার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ আজ বৃহস্পতিবার বাদ জোহর নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই মিছিল বের করে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওঃ গাজী মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মাওঃ মাছুম বিল্লাহ্, সুরা সদস্য কারী আব্দুর রাকিব, মাস্টার রফিকুল আলম, মাওঃ মোঃ ইকবাল, মাওঃ মোস্তফা জেহাদী প্রমুখ।

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে এই মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারের সামনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে ওলামা মাশায়েখ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীগন অংশ গ্রহন করেন।

শেয়ার