পবিত্র মাহে রমজনের পবিত্রতা রক্ষার দাবীতে এবং রমজানকে স্বাগত জানিয়ে নেত্রকোণায় আনন্দ মিছিল করেছে ওলামা মাশায়েখগন।
নেত্রকোণার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ আজ বৃহস্পতিবার বাদ জোহর নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই মিছিল বের করে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওঃ গাজী মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব মাওঃ মাছুম বিল্লাহ্, সুরা সদস্য কারী আব্দুর রাকিব, মাস্টার রফিকুল আলম, মাওঃ মোঃ ইকবাল, মাওঃ মোস্তফা জেহাদী প্রমুখ।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে এই মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারের সামনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে ওলামা মাশায়েখ ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীগন অংশ গ্রহন করেন।