Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

ফুটবল খেলা শেষে অসুস্থ হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

৩১ অক্টোবর, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ
ফুটবল খেলা শেষে অসুস্থ হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ ফুটবল খেলার পর পুকুরে গোসল শেষে অসুস্থ হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মোঃ তারেক সিয়াম (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুলবল খেলার পর পুকুরে গোসল শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নিজ কক্ষ ৩০৭ নং রুমে গেলে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। তাৎক্ষনিক সিয়ামের সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিয়াম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায় বলে সহপাঠীরা জানান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক জানান, সন্ধ্যায় হঠাৎ দেখলাম অসুস্থ অবস্থায় সিয়ামকে মেডিকেল সেন্টার ও পরবর্তীতে সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরে শুনলাম তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান সিয়ামের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিয়ামের গ্রামের বাড়ি নড়াইলে হওয়ায় আমরা তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার