Top

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

০৩ এপ্রিল, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি মোড় নামকস্থানে ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক আকন্দ (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

সে একই এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের আবু সাইদ আকন্দের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বিকেল পৌনে ৪ টার দিকে ওই ভ্যানচালক কাজ শেষে বাড়ি ফিরছিল।

এ সময় উল্লেখিত স্থানে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে রমজানের প্রথম দিন ট্রাকচাপায় ভ্যানচালক নিহতের ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার