Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

০৩ এপ্রিল, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি মোড় নামকস্থানে ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক আকন্দ (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

সে একই এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের আবু সাইদ আকন্দের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বিকেল পৌনে ৪ টার দিকে ওই ভ্যানচালক কাজ শেষে বাড়ি ফিরছিল।

এ সময় উল্লেখিত স্থানে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে রমজানের প্রথম দিন ট্রাকচাপায় ভ্যানচালক নিহতের ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার