মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বরগুনা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলার অভিযোগ উঠেছে বরগুনা জেলা প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে। অভিযোগ আছে, প্রতি বছর বিজয় দিবস,স্বাধীনতা দিবসসহ বিশেষ দিবসগুলোতে লাখ লাখ টাকা চাঁদা তোলা হয়।
ব্যবসায়ীরা জানান ,কোনো জাতীয় দিবস আসলেই জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন দিবস পালনের নামে টাকা তোলা শুরু করে। করোনার মহামারি কারণে ব্যবসায় ধস নেমেছে। এরমধ্যে এখন আবার জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। প্রতিবার এভাবে টাকা দিতে হলে আমাদের ব্যবসা – বানিজ্য বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা বিশেষ দিবসগুলোতে চাঁদা দিতে দিতে ক্লান্ত তারা ।
খোঁজ নিয়ে জানা গেছে , ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের কথা বলে গত এক সপ্তাহ ধরে বরগুনার সকল ব্যবসাীয় ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির তালিকা করে গনহারে চাঁদা তোলে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী মো. শাহীন ও রেজাউল করিম।
টাকা আদায়ের বিষয় অফিস সহকারী মো. শাহীন বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার বিষয়টি নেজারত শাখা জানে, তাদের সাথে কথা বলেন।
বরগুনা ক্লিনিক সমিতির সহ-সভাপতি মো. আবু হাসানের কাছে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দুই অফসি সহকারি তালিকা দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে অপরাগতা জানালে অফিস সহকারী রেজাউল করিম মুঠোফোনে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মোহাম্মাদ নাজমুল হাসানের সাথে কথা বলিয়ে দেয়।
বরগুনা পৌর শহরের শের-ই- বাংলা সড়কের পশ্চিম মাথায় মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই অফিস সহকারী টাকা আদায় করতে সেখানে যান।
ক্লিনিকের ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবু হাসানকে বলতে শোনা যায় এনডিসি স্যারের নাম্বার দেন ,এরপর একজন এনডিসির নাম্বার বের করে দেন ,এরমধ্যে অপরজন তালিকা দেখে বলেন আপনার এক লাখ টাকা। ব্যবসায়ী হাসান বলেন কিসের এক লাখ টাকা। এক লাখ টাকা দিব কোথা থেকে। এসময় ওই অফিস সহকারি বলেন সেটা আপনার ব্যাপার ,গতবার তো নুরুল আমিন এর মাধ্যমে ৪৫ হাজার টাকা পাঠিয়ে ছিলেন। এরপর ওই ব্যবসায়ী এনডিসি কে ফোন দিলে তিনি তার ফোন রিসিভ করেননি। এরপর এক অফিস সহকারি ফোন দিলে এনডিসি ওই ফোনের মাধ্যমে ব্যবসায়ীর সাথে কথা বলেন। এসময় কথাবার্তার একপর্যায়ে তাদের টাকা দিতে রাজি হন ব্যবসায়ী। এ সময় দুজনের মধ্যে এক অফিস সহকারি বলেন, আল-রাজী ক্লিনিক এবং ডক্টরস ক্লিনিক এই দুটি বাদে অন্য সকল প্যাথলজি থেকে আপনি টাকা আদায় করে দিবেন।
এনডিসি মোহাম্মাদ নাজমুল বলেন,সেচ্ছায় অনুদানের বিষয় আছে,আপনি ডিসি স্যারের সাথে কথা বলেন ,কারণ অফিসটা তার। বিষয়টি তিনি ভালো বলতে পারবেন।
বরগুনা কালেক্টর মার্কেটের সভাপতি সুমন শরীফ বলেন, জেলা প্রশাসক কার্যালয় থেকে দোকান প্রতি দুই হাজার টাকা আদায় করে দেয়ার জন্য বলে ছিলো।আমি তাদের টাকা দিতে পারবো না বলে জানিয়ে দিয়েছি। তাদের কথা মত প্রতিবার ব্যবসায়ীদের হয়রানি করবো এটা সম্ভব না। বিষয়টি আমি জাহাঙ্গীর ( বনিক সমিতির সভাপতি) কবির কাকাকে জানিয়েছি। জেলা বনিক সমিতির সহসভাপতি জহিরুল ইসলাম পনু বলেন, সব সংগঠনের কাছেই তারা টাকা চাইছে। তারা সব সময় টাকা নেয়। গত অনুষ্ঠানেও টাকা নিয়েছে। সরকারি প্রোগ্রামে তো সরকার টাকা দেয়,তারপরও তারা আমাদের কাছ থেকে টাকা আদায় করে। টাকা না দিলে কিনা আবার মোবাইল কোর্ট ধরে।
জেলা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক প্রবীণ সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন,জনগনের কাছ থেকে টাকা নিয়ে তাদের নামে তারা বিভিন্ন অনুষ্ঠান করতে আছে। চাঁদা দিতে রাজি আছে জনগন ,কিন্তু জোর জবস্তি করে টাকা নেয়াটা ঠিক না। এছড়া সরকারি কর্মকর্তারা কত টাকা দেন। তবে জোর-জবস্তি করে দিবস উপলক্ষে প্রশাসন যে চাঁদা বাজি করে তা বন্ধ করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যবসায়দের কাছ থেকে টাকা তোলা বিষয়টি আমার জানা নাই।
এবিষয়ে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, গণহারে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এরকম হয়ে থাকলে আমি ব্যবস্থা নেব।