পবিত্র রমজান উপলক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রান্তিক পর্যায়ের নিম্ন-আয়ের পরিবারগুলো ভর্তুকিমূল্যে পণ্য পেয়ে খুশি। তারা এ কার্যক্রম চালিয়ে যাওয়া ও পণ্য বাড়ানোর দাবি জানিয়েছেন।
সরেজমিনে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজারে টিসিবি পণ্য বিতরণের সময় দীর্ঘ লাইনে টিসিবির ট্রাক ঘিরে দেখা গেছে শত শত মানুষ। পুরুষের তুলনায় নারীদের লাইন দীর্ঘ।লাইনে দাঁড়ানোদের মধ্যে শঙ্কা- তারা পাবেন তো তেল, ডাল, ছোলাও চিনি। নাকি খালি হাতেই ফিরতে হবে। তাই সবাই যেন কিছুটা অসহিষ্ণু। বাজারে বিক্রি হওয়া বেশি দামের চারটি পণ্য সাশ্রয়ী দামে যে পেয়ে যান, তার মুখে থাকে বিজয়ীর হাসি।
টিসিবির পণ্যের মধ্যে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন ১১০ টাকা দরে বিক্রি করা হয়। আজ প্রতি কার্ডধারী পরিবারকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার করে সয়াবিন তেল ও ২ কেজি ছোলা দেওয়া হয়েছে।
পণ্য নিতে আসা জাহানারা বেগম, পরিতোষ, জিয়াউর রহমানসহ কয়েকজন বলেন, কম দামে এসব পণ্য কিনতে পেরে উপকার হয়েছে। সারাবছরই যদি সরকার তাদের মতো পরিবারগুলোর জন্য এভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করে তাহলে খাবারের জন্য আর কোন চিন্তা ভাবনা, কষ্ট থাকবে না।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ইউনিয়নের দুঃস্থ ও নিম্ন আয়ের পরিবারগুলোকে নির্দেশনা মোতাবেক কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। আমি ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে সুষ্ঠুভাবে এসব পণ্য বিতরণ করার ব্যবস্থা করছি।
টিসিবি পণ্য বিতরণের স্হান পরিদর্শন করছেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার। সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।