Top
সর্বশেষ

রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট, রান্না করতে হচ্ছে মাটির চুলায়

০৭ এপ্রিল, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট, রান্না করতে হচ্ছে মাটির চুলায়
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনাগাঁও আঞ্চলিক শাখার বিপণন বিভাগ কার্যালয়ের আওতাধীন রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা এলাকার তিতাস গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।

মাঝে মাঝে অল্প গ্যাস সরবরাহ চালু হলেও তা রান্না করার মতো নয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক। বাধ্য হয়ে গ্রাহকরা মাটির চুলায় রান্না করছেন। আবার অনেকে খাবার হোটেল গুলো থেকে খাবার সংগ্রহ করছেন। এতে করে খাবার হোটেল গুলোতে ভিড় দেখা যাচ্ছে। এছাড়া প্রভাব পড়ছে শিল্প প্রতিষ্ঠানেও। অনেক শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎ ব্যবহার করে চালাতে হচ্ছে। এতে করে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যহত হচ্ছে।

গ্রাহকরা অভিযোগ করে জানান, গত দেড় সপ্তাহ ধরে গ্যাস সংকটে ভুগছেন তারা। রাতে অল্প পরিমানে গ্যাস সরবরাহ চালু থাকলেও দিনের বেলায় একে বারেই থাকেনা। রমজানে শুরু থেকেই রোজাদাররা ইফতারের তৈরিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রাহকদের প্রতি মাসে গ্যাস বিল গুনতে হচ্ছে ঠিকই। গ্যাস বকেয়া পড়লে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন তিতাস কর্তৃপক্ষ। বিশেষ করে রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাসের প্রায় ৭ হাজার বৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। গত দেড় সপ্তাহ ধরে রূপসী, বরপা, তারাব, ভুলতা, গোলাকান্দাইল, শান্তিনগর, কাজীপাড়া, দক্ষিণ রূপসী, মৈকুলী, মুড়াপাড়া, সিংলাব,আমলাব, ইসলামবাগ (কালী) মুসলিমপাড়া, শিউলি কালি, হাটাবো, আতলাসপুর, কাঞ্চনসহ উপজেলার বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এছাড়া আড়াইহাজার উপজেলার বিনাইচর, ছোট বিনাইচর, সদর, শিবপুর, কালিবাড়ি, দুপ্তারা, সত্যবান্দিসহ অন্যান্য এলাকাও গ্যাস সংকট দেখা দিয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেন। গ্রাহকদের অভিযোগ, এখানে প্রায় ৫হাজার বৈধ গ্রাহক রয়েছে। অধিকাংশ এলাকায় কখনো গ্যাসের চুলায় আগুন জ্বলছে, কখনো জ্বলছে না। আবার কখনো জ্বলছে নিভু নিভু করে। এতে করে রান্নার কাজে গৃহিণীদের বিপাকে পড়তে হচ্ছে। রূপগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ নেই বললেই চলে।

ভোর হতে না হতেই তিতাস গ্যাসের লুকোচুরি শুরু হয়ে যায়। সারাদিনে গ্যাস নেই বললেই চলে। দিনের বেলা পানি গরম হতেই ঘণ্টাখানেক সময় লেগে যায়। সন্ধ্যায়ও তেমন একটা থাকে না। মাঝে মাঝে গ্যাস একটু আধটুকু আসে তাও খুব অল্প সময়ে জন্য। তাই বাধ্য হয়ে গৃহীনিদের মাটির তৈরী চুলা ও গ্যাস সিলিন্ডারে রান্না করতে হচ্ছে। অনেকে আবার রেস্তোরা থেকে খাবার কিনে আনছেন। গত দেড় সপ্তাহ ধরেই রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনাগাঁও আঞ্চলিক শাখার বিপণন বিভাগ সুত্র জানায়, এ কার্যালয়ের আওতায় প্রায় ৩৭ হাজার আবাসিক বৈধ গ্রাহক রয়েছে।

এছাড়া শিল্প ও বানিজ্যিক সংযোগ রয়েছে ৭৫০টি। এর মধ্যে রূপগঞ্জে গ্রাহক রয়েছে প্রায় ৭ হাজার ও আড়াইহাজারে রয়েছে প্রায় ৫ হাজার সংযোগ। তিতাস সুত্রে জানা গেছে, তিতাস গ্যাসের টোটাল নেটওয়ার্কে চাহিদা অনুযায়ী সাপ্লাই কম হচ্ছে। এছাড়া বেশ কিছু দিন ধরে কাতার থেকে জাহাজে করে লিকুয়িট এলএমজি এনে চট্টগ্রামে তা রিফিয়ারিং করে কনভাট্রের মাধ্যমে (জাতীয় গ্রীড) ৩২ ইঞ্চি পাইপ লাইনে ঢুকানো হচ্ছে। যার ফলে প্রেসার আপ-ডাউন হচ্ছে। গ্যাস সরবরাহ ধীরগতি থাকে। গ্যাস সংকটের এটাও আরেকটা কারন। গরম পড়লে আবার ঠিক হয়ে যায়। তিতাস গ্যাসের ওই সুত্রটি আরো জানান, আশা করা যাচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে গ্যাস সংকট সমাধান হয়ে যাবে। বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, অতি দ্রুত গ্যাস সংকট সমাধান করা না হলে বৃহৎ আন্দোলনের নামবেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনাগাঁও আঞ্চলিক শাখার বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান বলেন, তিতাস গ্যাসের সাপ্লাই কম এ কারণে গ্যাসের প্রেসার কমে গেছে। তবে এ সমস্য শীঘ্রই দূর হয়ে যাবে বলে আশা করছি।

শেয়ার