সিরাজগঞ্জের যমুনা ও তার শাখা নদীতে অসময়ে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩’শ বিঘা জমির কালো বোরো ধানসহ অনান্য ফসল তলিয়ে গেছে।
এতে এ অঞ্চলের কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (হেডকোয়ার্টার) জাকির হোসেন এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দেড় সপ্তাহ ধরে যমুনা ও তার শাখা নদী করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীতে পানি বাড়ছে। অসময়ে এসব নদীতে ক্রমাগতভাবে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে কালো বোরো ধানসহ অনান্য ফসল তলিয়ে গেছে।
এরমধ্যে সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, খুকনী, কৈজুরি, সোনাতনী, জালালপুর, পোরজনা ও গালা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তবে এখন জোয়ারের টানে নদীতে কিছু পানি বাড়লেও আতংকের কিছু নেই। স্থানীয় আদর্শ কৃষক জয়নাল প্রামনিক, হাসান আলী, রাজ্জাকসহ অনেকে বলছেন, অসময়ে যমুনা ও তার ওই শাখা নদীগুলোতে পানি বাড়তে থাকায় কালো বোরো ধান ও তিল, কাউন, বাদামসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এ ধান দিয়ে বছরের অর্ধেক সময় খাদ্যর চাহিদা পূরণ হতো। অথচ হঠ্যাৎ পানি বৃদ্ধি পাওয়ায় গো-খাদ্য হিসেবে এ কাঁচা ধান কাটা হচ্ছে। এদিকে কৃষকের এমন ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন তারা।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আ জা মু আহসান শহীদ সরকার বলেন, অসময়ে যমুনা ও তার কয়েকটি শাখা নদীতে ক্রমাগতভাবে পানি বাড়ছে। এতে নদীর তীরবর্তী নিচু এলাকার প্রায় ৩’শ বিঘা জমির কালো বোরো ধানসহ বিভিন্ন ফসল পুরো ও আংশিক তলিয়ে গেছে। এতে এ
অঞ্চলের কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য স্থানীয় এ কালো বোরো ধান কেটে অনেক কৃষক ঘরে তুলেছে। তবে প্রতিবছরই এ রকম ঘটনা
ঘটে থাকে বলে তিনি উল্লেখ করেন।