Top

ভ্যাক্সিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: তথ্যমন্ত্রী

০৮ জানুয়ারি, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
ভ্যাক্সিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: তথ্যমন্ত্রী

করোনার ভ্যাক্সিন পাওয়া নিয়ে একটা মহল বিভ্রান্তি ছড়াচ্ছে দাবে করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাক্সিন পাওয়া নিয়ে কোন সংশয় নেই। তাঁর অভিযোগ, এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল।

তিনি বলেন, বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর একটি মহল বলেছিল, মানুষ রাস্তার পথে পরে থাকবে, দুর্ভিক্ষ দেখা দিবে ইত্যাদি। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ ভালো আছে।

শুক্রবার দুপুরে রংপুর সফরে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীন আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের যে স্বাধীনতা রয়েছে তা অনেক উন্নত দেশেও নেই। তিনি আরো বলেন, সহসাই রংপুরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ উপকেন্দ্র চালু হবে। এখান থেকে দুই, আড়াই বছরের মধ্যে সরাসরি সম্প্রচারও করা হবে। সেই সাথে বাংলাদেশ বেতার, রংপুর’কে আধুনিক করা হবে। এসময় তার সাথে ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ দলীয়  নেতাকর্মীরা।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার