কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা সুবিধা উন্নত করার উদ্দেশ্যে একটি কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গ্রুপ হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী ব্যাংকের কর্মীদের জন্য বিস্তৃত স্বাস্থ্যবীমা সুবিধা প্রদান করবে, যা সুনির্দিষ্ট অসুস্থতার প্রেক্ষিতে কর্মীদের হাসপাতালে ভর্তিযোগ্য বাস্তবতায় স্বাস্থ্য ব্যয় নির্বাহে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।
পূবালী ব্যাংক পিএলসি’র এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের কনসালটেন্ট শফিউল আলম খান চৌধুরীর উপস্থিতিতে পূবালী ব্যাংকের পক্ষে মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ইসমত আরা হক ও ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাজীব কান্তি সাহা চুক্তিতে স্বাক্ষর করেন।
পূবালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংকে আমরা সর্বদা কর্মচারীদের কল্যাণ বৃদ্ধির জন্য কাজ করি এবং ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এই সহযোগিতা আমাদের এই প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ আমাদের কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফিনান্সিয়াল অফিসার এম.আই. মিল্টন বেপারী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আফরিন হক, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হোসেন ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
এম জি