Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনের যোগদান

১৬ জানুয়ারি, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনের যোগদান

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মোশারফ হোসেন। অত্র ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ পদে যোগদান করেন।

বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মোশারফ হোসেন ১৯৬২ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছিলমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে বি. কম (অর্নাস) সহ এম. কম ডিগ্রী কৃতিত্বের সাথে অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর একজন এসোসিয়েট (অওইই)।

মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারী অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। উক্ত ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনের বিভিন্ন সময়ে মোশারফ হোসেন শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান ও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগ, ঋণ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সংস্থাপন বিভাগ, ট্রেজারী বিভাগ, গ্রীন ব্যাংকিং ডিপার্টমেন্ট ও রিসার্চ এ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উত্তরা ব্যাংকের ‘হেড অব ক্রেডিট’ এবং ‘প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও)’ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার- সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য বিভন্ন সময় থাইল্যান্ড, শ্রীলংকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইতালী, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

এম জি

শেয়ার