Top

সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সী মালিকদের সঙ্গে এসআইবি পিএলসি’র সভা

২৬ নভেম্বর, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সী মালিকদের সঙ্গে এসআইবি পিএলসি’র সভা

আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজযাত্রীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসি সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সী মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। মুয়াল্লিমদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সামির মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক ও সামী মুহাম্মদ সাঈদ মাহবুব বিন আব্দুর রজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সী মালিকদের পক্ষ থেকে কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম, কাজী রাসেল আহমেদ, একেএম সামশুল হুদা, মোহম্মদ কামাল উদ্দিন, এমএ রশিদ শাহ সম্রাট এবং অন্যান্য হজ এজেন্সী মালিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হজ সার্ভিস বিষয়ে হজ এজেন্সী মালিকরা তাদের মতামত তুলে ধরেন।

এম জি

শেয়ার