Top
সর্বশেষ

তিস্তা পাড়ে কাটছে কৃষকের নির্ঘুম রাত

১১ এপ্রিল, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
তিস্তা পাড়ে কাটছে কৃষকের নির্ঘুম রাত
শফিকুল ইসলাম বেবু,কুড়িগ্রাম :

আগাম বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারণে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের কাংখিত ফসল পানিতে তলিয়ে গেছে। আর ক’দিন পরেই যে ফসল ঘরে তুলে ঋণের বোঝা কমাতে চেয়েছিল সেই ফসল হারিয়ে কৃষকদের কাটছে এখন নির্ঘুম রাত।

কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। আবার বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে বলে আশংকা করছেন তারা। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে জেলার ৫ উপজেলায় ২৭৩ হেক্টর বোরো ধান, পিঁয়াজ, তরমুজ, পাট, ভুট্টা, চিনাবাদাম, শাক-সবজি আক্রান্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

সরজমিন কুড়িগ্রামের ঘরিয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে ঘুরে দেখা যায় তিস্তার নীচু চরে লাগানো চাষীদের বিভিন্ন ফসলাদি পানিতে নিমজ্জিত হয়ে এখন পচা গন্ধ ছড়িয়েছে। এবারে চাষীরা বাদাম, পিঁয়াজ, পটল, ঝিঙা, মরিচ, করলা, শসা, চিচিঙ্গা, কালজিরা, ধনিয়া, পালং শাকের বীজ, মিষ্টি কুমড়া, বোরোধানসহ বিভিন্ন ফসল লাগিয়েছিল। চৈত্র মাসের এই অসময়ের বৃষ্টিতে এখন হাঁটু পানির নীচে সেগুলো অবস্থান করছে। ধার-দেনা আর ঋণ করে সার, কীটনাশক, ঔষুধ, বীজ কিনে লাখ-লাখ টাকা খরচ করে এখন কৃষকের কাটছে নির্ঘুম রাত।

ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের কৃষক মজিদুল হক জানান, প্রায় ২লাখ টাকা খরচ করে আড়াই একর জমিতে পিঁয়াজ আবাদ করেছি। মাত্র ৭/৮মন পিঁয়াজ তুলতে পেরেছি। গত কয়েক দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। এখন আমার আসল টাকাই উঠল না।

একই এলাকার রামহরি গ্রামের আফতার উদ্দিন দেড় একর জমিতে বোরোধান লাগিয়েছিলেন। সেই ধান তিস্তা নদীর স্রোত আর ঢলে তলিয়ে পঁচে গেছে। ঋণ করে ধান আবাদ করে এখন আফতার উদ্দিনের কপালে পরেছে চিন্তার ভাঁজ।

তিস্তা পাড়ের মেদনীপুর এলাকার কৃষক শহিদুল মেম্বার জানান, বন্যায় শুধু ফসলের ক্ষতি করেনি। আমার দেড় একর বোরোধানি জমি তিস্তার ভাঙনে বিলিন হয়ে গেছে। এখন বাড়ী ভাঙবো ভাঙবো করছে। এখন যাই কই, আর খাইবা কি! ঘরিয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক জানান, আমার এলাকার কৃষক চরম ক্ষতির মুখে পরেছে। একদিকে নদী ভাঙন আর অন্যদিকে বন্যায় কৃষক হারাচ্ছে তার বসতবাড়ীসহ ফসলাদি। ঋণে জর্জরিত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারকে আহবান জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

বৃষ্টিতে ক্ষতির কথা স্বীকার করে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রশীদ জানান, ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রস্তুত করা শুরু হয়েছে। তবে বৃষ্টিপাত বেশি হলে ক্ষতির স্বম্ভাবনা আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্থ কৃষকদের আউশ মৌসুমে সরকারি প্রণোদনায় অন্তভুর্ক্ত করার কথা জানান তিনি

শেয়ার