Top
সর্বশেষ

বিয়ের খরচের নগদ অর্থ এবং স্বর্ণালংকার ডাকাতি

১০ জানুয়ারি, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
বিয়ের খরচের নগদ অর্থ এবং স্বর্ণালংকার ডাকাতি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বিয়ের খরচের জন্য রাখা নগদ অর্থ এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

শুক্রবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই সপ্তাহ পরে বিয়ে উপলক্ষে বাড়িজুড়ে আমেজ বিরাজ করছিল। বিয়ের জন্য কেনাকাটা হচ্ছেল ধুমধামভাবে। ডাকাতি হয়ে যাওয়ায় সব আনন্দ এখন বিষাদে পরিনত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বানাশুয়া গ্রামের সাহাপাড়ায় বাড়িজুড়ে সুনসান নীরবতা। সবার মন খারাপ।

বাড়ির কর্তা সুকুমার সাহা জানান, তার ছয় ছেলে। বড় ছেলে জীবন সাহার মেয়ে চৈতি রানী সাহার বিয়ে ১৮ জানুয়ারি। সে লক্ষ্যেই প্রস্তুতি চলছিল। বিয়ের খরচের জন্য ২ লাখ ১০ হাজার টাকা ও নাতনি চৈত্রির গয়না হিসেবে ১৩ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। একদল ডাকাত শুক্রবার রাতে এগুলো লুট করে নিয়ে গেছে।

সুকুমার সাহার মেজো ছেলে আশীষ সাহা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে দুই তলায় গিয়ে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তার মাধ্যমেই ঘরের সবাইকে ডেকে তুলে জিম্মি করে ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

খবর শুনে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক।

আজিম উল আহসান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’

শেয়ার