কেশবপুরে রোববার সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পৃথক উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানে সভাপতিত্বে পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপরজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। অপরদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা আলোচনা সভায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।