Top
সর্বশেষ

আমিরাতে আরও ২ মাস বাড়লো সাধারণ ক্ষমার মেয়াদ

০১ নভেম্বর, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ
আমিরাতে আরও ২ মাস বাড়লো সাধারণ ক্ষমার মেয়াদ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য আরও দুই মাস বাড়ানো হয়েছে চলমান সাধারণ ক্ষমার সময়সীমা। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়। খবর: খালিজ টাইমসের।

আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্তের পেছনে মানবিক দিকটির প্রতিফলন রয়েছে, যা লঙ্ঘনকারীদের জরিমানা থেকে অব্যাহতি দিয়ে তাদের অবস্থা নিয়মিত করার সুযোগ করে দেয়।

তিনি আরও বলেন, এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখার সুযোগও দেয় এবং লঙ্ঘনকারীদের তাদের পূর্ণ অধিকার পেতে সাহায্য করে।

তিনি সতর্ক করে বলেন, বর্ধিত সময়সীমার পরও যারা বসবাসের নিয়ম লঙ্ঘন করবেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে। আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করার পরিকল্পনা করেছে এবং নো-এন্ট্রি তালিকায় লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

এর আগে, সরকার ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারছেন। এই সাধারণ ক্ষমা কর্মসূচিটি ২০০৭ সাল থেকে চালু হয়।

এনজে

শেয়ার