Top

 মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ

১৭ এপ্রিল, ২০২২ ৫:৩৪ পূর্বাহ্ণ
 মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ
সেলিম রেজা, মেহেরপুর  :

মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। রোববার সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় অন্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাসিম, মেহেরপুর জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মেহেরপুর-১আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
শেয়ার