Top

গাছের ডালে ৫বছর ধরে বসবাস

১৮ এপ্রিল, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
গাছের ডালে ৫বছর ধরে বসবাস
আরজু সিদ্দিকী, মাগুরা :

কবি জসীম উদ্দিনের আসমানী কবিতার মতই – বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছাওনি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এই কবিতার মতই বাস্তবে একটি মানুষ গত ৫ বছর যাবৎ গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছে৷ ঘটনাটি মাগুরা জেলার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া গ্রামে দেখা গেছে৷ গাছের উপর পাখির বাসার মত ডালপালা কাঠখুটি,বাঁশ দিয়ে বাসা বানিয়ে , গাছেই চলছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলীর সংসার জীবন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা,বাঁশ ও কাঠ দিয়ে তৌরী করেছেন নিজের বাসা৷ গাছের ডালপালা বিক্রি করে ও মানুষের বাড়ী বাড়ী গিয়ে নারকেল ডাব ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পায় তাই দিয়ে চলে তার সংসার।

স্থানীয় বাসিন্দা আব্দুর মালেক বলেন,লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরীতে কাজ করতেন৷ হঠাৎ করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন৷ স্থানীয়রা আরো জানান,তার বউ, ছেলে, মেয়ে, বলতে দুনিয়াতে কেউ নেই৷ গাছেই তার বাড়ী গাছেই তার সংসার চলে ৷ সে গাছে গাছে তিনটি বাসা বানিয়েছেন৷ রোদ, বৃষ্টি ও ঝড় যাই হোক না কেন মানসিক প্রতিবন্ধী লিয়াক আলী তার গাছে বানানো বাসায়ই থাকেন৷

মানসিক ভারসাম্য লিয়াকত আলীর কয়টা বাড়ী আছে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ী কয়টা তা ঠিক নেই৷ অনেক গুলো বাড়ী আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়ীতে থাকি৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷ কেন মানুষের মধ্য বসবাস করেন না জানতে চাইলে তিনি বলেন, মানুষের মধ্য গেলে রোগ হয়৷ কি খাবার খেয়ে বেঁচে আছেন জানতে চাইলে তিনি বলেন আমি মুড়ি, চিড়া,আর হোটেলে খাই৷ তার এ ঘটনা জেনে এখন অনেকেই প্রতিদিন সেখানে এসে ভীড় জমাচ্ছেন।

শেয়ার