শেরপুরের নকলায় ভটভটি উল্টে সহোদর দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটি চালকও।১৯ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গড়েরগাঁও মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, দুই সহোদর ভাই হারেজ আলী(৬০) ও শামছুল হক(৫৪)। তাদের বাড়ি তারাকান্দার পিঁপড়াকান্দা গ্রামে।
বুধবার সকালে তথ্য নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।
নিহতদের পরিবারের বরাতে ওসি জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে গরু বিক্রি করে রাত ৮টার দিকে ভটভটিতে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে নকলার গড়েরগাঁও মোড়ে তাদের ভটভটি উল্টে যায়। এ সময় চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী ও শামছুল হক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের নকলা হাসপাতালে নিলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তিনজকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পথে ময়মনসিংহের তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়।
ওসি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভটভটিচালক হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’