Top
সর্বশেষ
দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

থামানো বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

১১ জানুয়ারি, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
থামানো বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

কিশোরগঞ্জের পার্কিং করা একটি বাসে আগুন লেগে পুড়ে মারা গেছেন বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন।

সোমবার ভোর চারটার দিকে ভৈরবের দুর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মরণী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্টেশন অফিসার রাকিবুল বলেন, বিসমিল্লাহ পরিবহনের ওই বাসটিতে ভোরে আগুন জ্বলতে দেখে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করেন তারা। আবুলের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

তিনি বলেন, রাস্তার পাশে বাসটি পার্ক করে রেখেছিলেন চালক আবুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতর কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন আবুল। সেখান থেকেই কোনোভাবে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ায় বের হতে পারেননি চালক।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

শেয়ার