উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া প্রমুখ।
সভায় বক্তারা হাজীগঞ্জ বাজারের তীব্র যানযট নিরসনের বিষয়টি তুলে ধরেন। যাত্রীবাহী পরিবহনগুলো সামনে রাস্তা ফাঁকা থাকার পরেও এলোপাতাড়ি গাড়ি রেখে পুরো বাজারের যানযট সৃষ্টি করে। এবং ঈদুল ফিতরকে ঘিরে হাজীগঞ্জ বাজারে আশা মানুষ যেনো চোরের খপ্পরে পরে সর্বশান্ত না হতে হয় সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এছাড়াও কৃষি জমিতে ড্রেজিং করা হলে উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান বক্তারা।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, আওয়ামী নেতা হাবীবুর রহমান লিটন প্রমুখ।