Top
সর্বশেষ

ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে জব্দকৃত বালুর নিলাম স্থগিত

২৮ এপ্রিল, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ
ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে জব্দকৃত বালুর নিলাম স্থগিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় গত মঙ্গলবার দুই ট্রাকসহ বিপুল পরিমাণ বালু জব্দ করে প্রশাসন। ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এই বালু জব্দ করা হয়। পরে গত বুধবার দুপুরে উপজেলা পরিষদে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেয় প্রশাসন। তবে বালু ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে এছাাড়া ও বিভিন্ন চাপে তা স্থগিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কালাকুমা এলচারআলী ব্রিজের উত্তরে ও দক্ষিণে অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিলো। এতে চারআলী ব্রীজ হুমকির মুখে পড়েছে। ইজারা বহির্ভূত এসব এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করায় মঙ্গলবার দুপুরে ব্রীজ সকল স্পটের বালু রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়।এসময় স্পটে থাকা দুটি ট্রাকও জব্দ করা হয়।পরে জব্দকৃত বালু বুধবার দুপুরে নিলামের মাধ্যমে বিক্রির ঘোষনা দেয় প্রশাসন।

এতে বুধবার সকাল থেকেই জব্দকৃত বালুর মালিক ও শ্রমিকগণ উপজেলা পরিষদ চত্বরে আসতে থাকেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সাথে বালু ব্যবসায়ী ও ইজারাদারের মধ্যকার বৈঠকে জব্দকৃত বালুর নিলাম স্থগিত ঘোষণা করেন ইউএনও হেলেনা পারভীন।

ইউএনও এর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, রামচন্দ্রকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ঠিকাদার জাহাঙ্গীর, বালু ব্যবসায়ী জাকারিয়া, ইজারাদার হারুন অর রশিদ, গত বছরের ইজারাদার সোহেল প্রমুখ।

বালু ব্যবসায়ী জাকারিয়া বলেন, রামচন্দ্রকুড়া ইউনিয়নের প্রায় তিন হাজার সাধারন মানুষ এই বালু উত্তোলণ ও বিপননের মাধ্যমে তাঁদের জীবন অতিবাহিত করেন। গত ১৩ এপ্রিল পর্যন্ত গত বছরের ইজারায় উল্লেখিত স্থান থেকে বালু উত্তোলণ করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে নতুন ইজারায় ওই স্থান গুলো অবৈধ হলেও পূর্বেই উত্তোলিত বালু গুলো বিক্রির সুযোগ করে দেওয়া উচিত। এদিকে প্রশাসন উল্টো বালু জব্দ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। বালু ব্যবসায়ী ও ইজারাদারের সাথে বসেছিলাম। সাধারণ মানুষের কথা চিন্তা করে আপাতত নিলাম স্থগিত করা হয়েছে। ডিসি স্যারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার