Top
সর্বশেষ

শাল্লায় পুলিশের উপর হামলা প্রতিবাদে উদীচীর মানববন্ধন

২৮ এপ্রিল, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
শাল্লায় পুলিশের উপর হামলা প্রতিবাদে উদীচীর মানববন্ধন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় ১৯৭১ সালের স্বাধীনতার পরাজিত শক্তি রাজাকার পরিবার কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার আয়োজনে-এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জন কুমার বৈষ্ণব, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, সদস্য ওদুদ মিয়া, হারুণ মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাসসহ উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছর পরও দেশে রাজাকারদের উত্তরসূরীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও হামলা চালিয়ে যাচ্ছে এই চক্রটি। যারা পুলিশের উপর হামলা করে, তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়।

শাল্লা থানা পুলিশের উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। রাজাকার পরিবারটি এরপূর্বেও পুলিশের উপর হামলা করেছে। ওই রাজাকার পরিবারের জাকির হোসেন নামে এক রাজাকার যুদ্ধাপরাধীর মামলায় এখনো ঢাকার কেন্দ্রীয় কাশীমপুর কারাগারে আছে। পুলিশের উপর হামলাকারী ওইসব রাজাকারের উত্তরসূরীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে শাল্লা থানার অদূরে অবস্থিত সুলতানপুর গ্রামের রাজাকার পরিবারের উত্তরসূরীরা সংবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে এসআইসহ ২জন পুলিশ আহত হয়।

এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন পুলিশের উপর হামলার ঘটনায় এসআই আল মামুন ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা করেন। এরমধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

শেয়ার