Top

রংপুর ও জামালপুরে হবে পল্লী উন্নয়ন একাডেমি

২৮ এপ্রিল, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
রংপুর ও জামালপুরে হবে পল্লী উন্নয়ন একাডেমি

রংপুরে পল্লী উন্নয়ন একাডেমি এবং জামালপুরে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া দুটির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২২’ ও ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুটো আইনই একই জিনিস।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের পল্লী উন্নয়ন ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে প্রাইভেট সেক্টর বিশেষ করে, ক্ষুদ্র উদ্যোগকে আরও কার্যকর করার জন্য কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার আদলে আরও কিছু একাডেমি প্রয়োজন। কারণ যে পরিমাণ কাজ বেড়ে গেছে, তাতে এই দুটি একাডেমি পর্যাপ্ত নয়। এজন্য দুটি আইন নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, এ দুটি আইনের খসড়ায় ২৩টি করে ধারা রয়েছে। দুই আইনের মাধ্যমেই একাডেমি দুটি প্রতিষ্ঠিত হবে। এগুলো বার্ড এবং আরডিএর আদলেই পরিচালিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি বোর্ড থাকবে। কার্য সম্পাদনের ক্ষেত্রে বোর্ড আইন, বিধি ও সরকারের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করবে। ২১ সদস্য বিশিষ্ট বোর্ডের চেয়ারম্যান থাকবেন পদাধিকার বলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মন্ত্রী/প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। ভাইস-চেয়ারম্যান হবেন পদাধিকার বলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব। সদস্য সচিব থাকবেন একাডেমির মহাপরিচালক। এটার কাজ হবে মূলত সক্ষমতা বৃদ্ধি করা। কিছু কিছু পাইলট প্রজেক্ট করা। পল্লী উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে তারা ডিপ্লোমা দেবে, সার্টিফিকেট কোর্স করবে।

এক্ষেত্রে প্রয়োজন বোধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা শিক্ষাবোর্ডের সঙ্গে তারা এফিলিয়েটেড থাকবে বলেও জানান তিনি।

শেয়ার