Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

সাভারে ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্রীর মৃত্যু

১২ জানুয়ারি, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
সাভারে ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্রীর মৃত্যু

সাভারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা নামে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পথচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় কোরিয়া-মৈত্রী হাসপাতালের পাশে মদিনা কলোনিতে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, জিরানী বাজারের মদিনা কলোনির একটি এক তলা ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্কুল ছাত্রী হ্যাপী আক্তার। সে ওই সময় ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিল। সে একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ধসে পড়া দেয়ালের নিচে আর কেউ আটকা পড়েছে কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, সেখানে আর কেউ থাকার সম্ভাবনা নেই। তারপরও তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন।

স্টেশন অফিসার জাহাঙ্গীর জানান, ভবনটি পুরোনো ছিল। মঙ্গলবার এটির নির্মাণ কাজ করতে গিয়েই পিলারসহ দেয়াল ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার