সাভারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা নামে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পথচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় কোরিয়া-মৈত্রী হাসপাতালের পাশে মদিনা কলোনিতে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, জিরানী বাজারের মদিনা কলোনির একটি এক তলা ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্কুল ছাত্রী হ্যাপী আক্তার। সে ওই সময় ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিল। সে একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ধসে পড়া দেয়ালের নিচে আর কেউ আটকা পড়েছে কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, সেখানে আর কেউ থাকার সম্ভাবনা নেই। তারপরও তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন।
স্টেশন অফিসার জাহাঙ্গীর জানান, ভবনটি পুরোনো ছিল। মঙ্গলবার এটির নির্মাণ কাজ করতে গিয়েই পিলারসহ দেয়াল ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।