Top
সর্বশেষ

সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে,তীব্র হচ্ছে সংকট

১৪ মে, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে,তীব্র হচ্ছে সংকট
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। নিচু এলাকায় ছোট ছোট খালগুলো পানিতে পরিপুর্ণ। সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে সুরমা, যাদুকাটা, রক্তি, বৌলাই কুশিয়ারা পাটলাইসহ সকল নদ-নদীর পানি বেড়েছে। পানি বাড়তে থাকায় কোথাও কোথাও ফসল তলিয়ে গেছে। টানা ৭ দিনের বৃষ্টিতে ভিজে ধান নষ্ট হচ্ছে। গো-খাদ্যের সংকট তীব্র হচ্ছে। হাওর ঘুরে খবর নিয়ে জানা গেছে, সদর ও বিশ্বম্ভরপুরের করচার হাওরের উঁচু এলাকার ২৬ গ্রামের কৃষকের পাকা ধান ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে। শুক্রবার বিকালে গজারিয়া রাবারড্যামের পাশের সড়ক ভেঙে পানি ঢুকে ফসল তলানো শুরু হয়।

এসময় রাবারড্যামর পাশের ছয়টি বাড়িও ঢলে ভেসে গেছে। এদিকে দোয়ারা বাজারে ঢলের পানিতে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লক্ষীপুর, বগুলা, নরসিংপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, মান্নারগাঁও ও দোয়ারা সদর ইউনিয়নের বিভিন্ন রাস্তা, মাঠঘাট, আউশ জমিতেও পানি ঢুকছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে মাঠের অবশিষ্ট বোরো ফসল ও রবিশস্য উৎপাদন অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. জহরুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমেছে। আগামী ৭২ ঘণ্টা নদ-নদীর পানি আরও বাড়তে পারে। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এক একর জমির ধানও যাতে কারো অবহেলায় পানির নীচে না যায় সেটি খেয়াল রাখার জন্য সে জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

শেয়ার