Top
সর্বশেষ
এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২ ২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০

২০ মে থেকে পঞ্চগড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু

১৭ মে, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ
২০ মে থেকে পঞ্চগড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু
পঞ্চগড় প্রতিনিধি :

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় কমটির সভা মঙ্গলবার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, পৗর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ জেলা পর্যায়ের কর্মককর্তারা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, আগামী ২০ মে থেকে পঞ্চগড় জেলায় তথ্য সংগ্রহ বা ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলায় এই তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। আবার ১০ জুন থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ২০০৭ সালের জানুয়ারি মাস বা এর পূর্বে জন্মগ্রহণকারীরা ভোটার হতে পারবেন। তবে বিগত ভোটার তালিকা হালনাগাদে যারা ভোটার হতে পারেননি তাদেরও তথ্য সংগ্রহ করে নিবন্ধন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ভোটার তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং বয়স অনুযায়ী সবাইকে এ কার্যক্রমের আওতায় আনতে পরামর্শ দিয়েছেন। সকল শ্রেণি পেশার মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার প্রতিও তিনি জোর দিয়েছেন।

শেয়ার