Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

গৃহহীনদের জন্য শেখ হাসিনার উপহার পরিদর্শনে সাইফুজ্জামান শিখর

১৪ জানুয়ারি, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
গৃহহীনদের জন্য শেখ হাসিনার উপহার পরিদর্শনে সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি: মুজিব বর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নব নির্মিত ঘর পরিদর্শন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

গতকাল বুধবার মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের নব নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন।

জায়গা জমি ও গৃহহীন হত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী মাগুরায় ১২৫ টি গৃহ নির্মাণের জন্য ২১ কোটি ৩৭ লক্ষ ৫ হাজার টাকা ররাদ্দ করেন। মাগুরা জেলা প্রশাসক মাগুরা জেলার ৪ টি উপজেলায় বরাদ্দকৃত টাকায় গৃহহীনদের জন্য ১২৫ টি গৃহ নির্মান কাজ শুরু করেন। ২ শতক জায়গার উপর প্রতিটি ঘরে দুইটি করে কক্ষ, ১ টি রান্নাঘর, ১ রটি সৌচাগার নির্মান করা হচ্ছে এবং নির্মান কাজ সম্পন্নের পথে।

আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্মিত এসকল বাড়ি গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এর ফলে মাগুরায় ১২৫ টি গৃহহীন পরিবার উপকৃত হবে।

শেয়ার