মাগুরা প্রতিনিধি: মুজিব বর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নব নির্মিত ঘর পরিদর্শন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
গতকাল বুধবার মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের নব নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি।
এসময় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগন।
জায়গা জমি ও গৃহহীন হত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী মাগুরায় ১২৫ টি গৃহ নির্মাণের জন্য ২১ কোটি ৩৭ লক্ষ ৫ হাজার টাকা ররাদ্দ করেন। মাগুরা জেলা প্রশাসক মাগুরা জেলার ৪ টি উপজেলায় বরাদ্দকৃত টাকায় গৃহহীনদের জন্য ১২৫ টি গৃহ নির্মান কাজ শুরু করেন। ২ শতক জায়গার উপর প্রতিটি ঘরে দুইটি করে কক্ষ, ১ টি রান্নাঘর, ১ রটি সৌচাগার নির্মান করা হচ্ছে এবং নির্মান কাজ সম্পন্নের পথে।
আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্মিত এসকল বাড়ি গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এর ফলে মাগুরায় ১২৫ টি গৃহহীন পরিবার উপকৃত হবে।