Top
সর্বশেষ

প্রত্নতাত্বিক ভবনের উন্নয়ন ও সংস্কার কাজে সরকার অধিক গুরুত্বারোপ করেছেন : ইসমাইল হোসেন

১৮ মে, ২০২২ ৪:০০ অপরাহ্ণ
প্রত্নতাত্বিক ভবনের উন্নয়ন ও সংস্কার কাজে সরকার অধিক গুরুত্বারোপ করেছেন : ইসমাইল হোসেন
মাগুরা প্রতিনিধি :

খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন বলেছেন, বর্তমান সরকার প্রত্নতাত্বিক নিদর্শন সংরক্ষণ, উন্নয়ন ও পর্যটন কেন্দ্র সহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করার প্রতি অধিক গুরুত্বরোপ করেছে। তিনি আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক উন্নয়ন সমন্ময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাগুরা জেলা পর্যায়ের কর্মরত সকল কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। তিনি মাগুরা কালেক্টরেট ভবনের নব-নির্র্মিত প্রধান গেইট উদ্বোধন, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন করেন। এছাড়া তিনি গতকাল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ঐতিহাসিক রাজা সীতারাম রায়ের রাজ প্রাসাদ উন্নয়ন সংস্কার কাজ পরিদর্শন, ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড সংস্কার কাজ পরিদর্শন ও নব-নির্মিত ডিসি ইকো পার্ক এর উদ্ধোধন করেন।

শেয়ার