শেরপুরের ঝিনাইগাতীতে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে বর্ষা আক্তার (১৪) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ১৮ মে বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বর্ষা উপজেলার দক্ষিণ বাগেরভিটা গ্রামের ফরহাদ মিয়ার কন্যা।
পুলিশ জানায়, নিহত বর্ষা স্থানীয় নবযাত্রা বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়তো। অন্যান্য দিনের মতো বুধবারেও সে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে একচালা ঘরের পাইরের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে এরিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।