Top
সর্বশেষ

ব্রিধান ৮১, ৯২-এ জলেভাসা জমির কৃষকদের মুখে হাসি

২২ মে, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
ব্রিধান ৮১, ৯২-এ জলেভাসা জমির কৃষকদের মুখে হাসি
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে উচ্চফলনশীল জাতের ব্রিধান ৮১ ও ৯২। স্থানীয়রা এক সময় হাইব্রিড ধান রোপন করলেও যথা সময়ে ফসল ঘরে তুলতে পারতো না। বর্ষা মৌসুমে হ্রদের পানি বেড়ে গেলে এসব ফসল তলিয়ে যেতো। তাই কম খরচ এবং সুযোগ সুবিধা বেশি থাকায় উচ্চফলনশীল জাত ব্রিধান ৮১ ও ৯২-এ আশার আলো বুনছেন কৃষকরা। যথা সময়ে ফসল ঘরে তুলতে পেরে বেজায় খুশি তারা ।

কাপ্তাই হ্রদে সাড়ে পাঁচহাজার হেক্টর জলেভাসা জমি আছে। এসব জমির কিছু অংশে কৃষকরা চাষ করলেও বেশিরভাগ জমি পতিত থাকে। হ্রদের পানি দ্রত শুকিয়ে যাওয়ায় সেচ ব্যবস্থা নিয়ে চরম বিপাকে পড়তে হয় কৃষকদের। বর্ষা মৌসুমে হ্রদের পানি বেড়ে গেলে কৃষকদের বেশিরভাগ ফসল তলিয়ে যায়। যে কারণে কৃষকরা অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সন্মুখীন হয়।

এসব জলেভাসা জমিতে অল্প সময়ে কম পরিশ্রমে ঘরে ফসল তোলা এবং কৃষকের আর্থিক ভাবে লাভবান করা যায় এমন ধারণা থেকে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউট উচ্চফলনশীল ব্রিধান ৮১ ও ৯২ উদ্ভাবন করেছে। সরকারি প্রতিষ্ঠানটি ‘চট্টগ্রাম অঞ্চলে ধানভিত্তিক খামার বিন্যাস উন্নয়নের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ’ কর্মসূচির আওতায় চলতি বছরের শুরুতে রাঙামাটির সাতটি উপজেলায় ৪০জন কৃষক-কে দুই কেজি করে তাদের উদ্ভাবিত ব্রিধান ৮১ ও ৯২ জাতের বীজ, সার, কীটনাশক সহায়তা প্রদান করেছিলো। কৃষকরা চলতি মওসুমে ব্রিধান ৯২লাগিয়ে হেক্টর প্রতি ৯.২মেট্রিক শস্য ঘরে তোলতে পেরেছে।

বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মিতিঙ্গাছড়ির কৃষক শরৎ কুমার চাকমা বলেন-সাধারণ ধানের চেয়ে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উচ্চফলনশীল জাতের ধানগুলোর উৎপাদন বহুগুণ ভাল। পরিচর্যা তেমন একটা লাগে না এবং অল্প সময়ে ফসল ঘরে তোলা যায়।

একই এলাকার কৃষক রাজীব হোসেন বলেন-আমি এক একর জায়গায় সাতকেজি ব্রিধান ৯২ লাগিয়েছি। প্রায় ৭৫ মণ ধান পেয়েছি। বেশ ভাল লাগছে।

বরকল উপজেলার মিতিঙ্গাছড়ি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী বলেন- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ৮১, ৯২ এবং বাংলামতি ৫০ কৃষকেদের মুখে হাসি ফোটাচ্ছে। কৃষকরা আগে হাইব্রিট এবং অন্যান্য জাতের ধানের চাষ করতো। বর্তমানে তারা ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত উচ্চফলনশীল জাত গুলো চাষ করতে শুরু করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন- কৃষি বিভাগের একটি জাত উদ্ভাবন করতে ৫-৭বছর অধিককাল সময় লাগে। কিন্তু ধান গবেষণা ইন্সটিটিউটের সহায়তায় আমরা অতি অল্প সময়ে উচ্চফলনশীল ব্রিধান ৯২ কৃষকদের মধ্যে দিতে পেরেছি।

তিনি আরও বলেন- শুধু ৯২নয়; অন্যান্য উচ্চফলনশীল জাতগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারি এইজন্য কৃষি বিভাগ কাজ করছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর (ব্রি),গাজীপুর এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন-ধান গবেষণা ইন্সটিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের ভাগ্যর উন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করছে। কেননা বর্তমান সরকারের অঙ্গীকার দেশে কোন পতিত জমি থাকবে না। যেখানে জমি আছে সেখানে চাষাবাদ করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

এ মহাপরিচালক আরও বলেন- আমাদের দেশে যত ধরণের ধান উদ্ভাবন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভাল ৯২। আমাদের উদ্ভাবিত ৮৯ অন্য জায়গায় দিয়েছি। ৮১ সবচেয়ে গ্রীন কোয়ালিটি। সবচেয়ে ভাল এবং খুব ফলন দেয়। ৯২, ৮১ বাংলামতি ব্রিধান ৫০ আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের বিজ্ঞানীরা এ অঞ্চলে কাজ করছে। সারাদেশে আমরা কাজ করছি।

শেয়ার