Top

আলীকদমে বিজিবি অভিযানে ৪০টি গরু আটক

২৪ মে, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
আলীকদমে বিজিবি অভিযানে ৪০টি গরু আটক
বান্দরবান প্রতিনিধি :
আলীকদমে গভীরে রাতেঅভিযান চালিয়ে  ৪০টি গরু আটক করেছে বিজিবি।  মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে আলীকদম সীমান্তের পোয়ামুহুড়ি-আলীকদম সড়ক থেকে অবৈধ গরুগুলোকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন।
বিজিবি তথ্যে মতে,  মিয়ানমার থেকে আলীকদমের সীমান্তপথে ট্রাকে অবৈধভাবে গরু আনার গোপন সংবাদ পায় বিজিবি। এসময় আলীকদম ব্যাটালিয়নে অধিনায়কের নেতৃত্বে বিজিবির টহল দল গভীর রাতে আলীকদম সীমান্তের পোয়ামুহুড়ি এলাকায় অভিযান পরিচালনা সময় জঙ্গলের ভেতর থেকে  ৪০টি গরু আটক করা হয়।
বিজিবি আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, অবৈধভাবে  সীমান্তবর্তীতে পাচারে সময় অভিযান চালিয়ে  ৪০টি গরু উদ্ধার করা হয়েছে। এবং গরুগুলোকে বান্দরবান কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শেয়ার