দিনাজপুরের খানসামা উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ৩ লক্ষ টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে৷
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালায় চত্তরে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের’ আওতায় একজন কৃষকের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ করেন ইউএনও রাশিদা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়।
এসময় পাওয়ার থ্রেসার এর চাবি আংগারপাড়া ইউনিয়নের যুগীপাড়া গ্রামের আব্দুল বারী এর হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়৷
এছাড়াও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, ধইঞ্জিনিয়ারিং প্রতিনিধি রমনী রায় সহ অন্যান্য কৃষকগন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন বলেন, কৃষকদের জন্য সরকারের এই উদ্যোগ কে স্বাগত জানাই। এখন পাওয়ার থ্রেসার এর মাধ্যমে দ্রুততার সঙ্গে কৃষক সফলভাবে ধান মাড়াই করতে পারবেন।