Top
সর্বশেষ

প্রতিযোগিতা থাকবে, প্রতি হিংসা থাকবে না: মতিয়া চৌধুরী

২৪ মে, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
প্রতিযোগিতা থাকবে, প্রতি হিংসা থাকবে না: মতিয়া চৌধুরী
নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭/২০২২, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মুঠো ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাবেক সফল কৃষি মন্ত্রী অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ি থানার ওসি বছির আহামেদ বাদল,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির , সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, উপজেলা ক্রিড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন চঞ্চল,উপজেলা আওয়ামী যুবলীগের নেতা হাফিজুল ইসলাম জুয়েল সহ অন্যান্য নেতাকর্মী।

উক্ত টুর্নামেন্ট ১২ ইউনিয়ন ১ টি পৌরসভা অংশ গ্রহণ করেন।

সবশেষে ফাইনাল খেলায় নালিতাবাড়ী পৌরসভা বনাম নয়াবিল ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সাংসদ বলেন খেলায় হারজিৎ আছে। এভাবে আমরা সকল বিষয়ে প্রতিযোগিতা করবো,কিন্তু প্রতি হিংসা করবো না।

খেলায় নালিতাবাড়ী পৌরসভা -নয়াবিল ইউনিয়ন পরিষদ কে হারিয়ে জয় লাভ করেন। খেলা গুলো অনুষ্ঠিত হয় আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে।

খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়, এবং অংশ গ্রহণকারী সকল দল, রেফারিদের কে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

শেয়ার