Top
সর্বশেষ

নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে আহত ১০

২৫ মে, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ
নবীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের  সংঘর্ষে আহত ১০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার( ২৪মে)  বিকেলে নারায়নপুর শেখ রাছেল স্ট্যাডিয়ামে এই ঘঠনা ঘটে। জানা যায় মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়নপুর শেখ রাসেল স্ট্যাডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন জিনদপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রছুল্লাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ।খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শফিক ও সুমন নামে দুই জন আহত হন।পরে আহতরা উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ সূত্রে জানায়,খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে  দুপক্ষের মাঝে এই সংঘর্ষ বাধে। তাৎক্ষণিক আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
শেয়ার