জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ফেনীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছার।
প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছার ২০১৯ সাল থেকে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি নোয়াখালীর কবিরহাট পৌরসভার ঘোষবাগ গ্রামের আবুল কাসেমের ছেলে।
অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেছেন, ছাত্রীদের শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করে মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরির করে আগামীর বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।