শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলীতে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনায় ব্যাস্ত পুরো উপজেলা। নির্বাচনকে কেন্দ্র করে আচারণ বিধি লঙ্ঘন করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২ জুন(বৃহস্পতিবার) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন কর্মীকে কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও মটরসাইকেল সোভাযাত্রা করায় নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন কর্মীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৪), ইউনুস মিয়ার ছেলে হাসান (২৪) এবং একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী (২৪)।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিশানবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজী।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু দুপুর ৩.০০ টা নাগাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর তিন কর্মীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তদের সকাল ১১.০০ টার দিকে কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর বলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘণের দায়ে ৩ জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তাদেরকে শুক্রবার সকাল ১১ টায় কারাগারে পাঠানো হয়।