সদর উপজেলার রুহিয়ায় ফজলে হাসান পিকা নামে এক খামারির ২৫০টি হাঁসের বাচ্চা এক দিনেই মারা গেছে। এতে মাথায় হাত পড়েছে তাঁর।
ঘটনাটি ঘটে ১৩ জুন সোমবার । রুহিয়া ঘনিমহেষপুর গ্রামের ভূমিহীন ফজলে হাসান পিকা সরকারি বিএস কোয়াটারের একটি কক্ষে দীর্ঘ ২৪ বছর ধরে হাঁসের খামার করে আসছেন। তারই ধারাবাহিকতায় ২৮ দিন পূর্বে ২৫০টি হাঁসের বাচ্চা খামারে তোলেন তিনি। প্রতিদিনের ন্যায় ১৩ জুন সোমবার সকালে হাঁসের বাচ্চার খাবার দিতে গিয়ে পিকা দেখেন তার সব হাঁসের বাচ্চা মরে পড়ে রয়েছে।
খামারি কান্না জড়িত কণ্ঠে বলেন আমার সর্বনাশ হয়ে গেছে। ২৫০টি হাঁসের বাচ্চার আনুমানিক মূল্য ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। কিভাবে হাঁসের বাচ্চাগুলি মারা গেল তা রহস্যই রয়ে গেছে। রুহিয়া ইউপি চেয়ারম্যান ও রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।