Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

খানসামা উপ-নির্বাচনে নৌকার মাঝি সফিউল আযম চৌধুরী লায়নের জয়

১৫ জুন, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
খানসামা উপ-নির্বাচনে নৌকার মাঝি সফিউল আযম চৌধুরী লায়নের জয়
খানসামা প্রতিনিধি :

শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন পেয়েছে ৩৫৭৪২, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ আনারস প্রতীকে পেয়েছে ২৪৪৭১ ও জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৪৬২ ও হেলিকপ্টার প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আরেফিন শাহ পেয়েছেন ২১৯ টি ভোট।

সরেজমিন কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।

ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান প্রামাণিক, ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক ও সংশ্লিষ্টরা।

 

শেয়ার