শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন পেয়েছে ৩৫৭৪২, সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ আনারস প্রতীকে পেয়েছে ২৪৪৭১ ও জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৪৬২ ও হেলিকপ্টার প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আরেফিন শাহ পেয়েছেন ২১৯ টি ভোট।
সরেজমিন কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।
ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান প্রামাণিক, ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক ও সংশ্লিষ্টরা।