বাগেরহাটে হতদরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সদর উপজেলার বেশরগাতি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহমেদ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এক হাজার দরিদ্র মানুষের মুখে হাসি অনুষ্ঠানে মোট এক হাজার একশ দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে এলাকার দরিদ্র মানুষগুলো বেশ আনন্দিত।
বেশরগাতি গ্রামের বৃদ্ধ সাইদুর রহমান বলেন, এমন শীতের দিনে একটা কম্বল পেয়ে আমি খুব খুশি। এই শীতে অনেক কষ্টে ছিলাম, কিন্তু এখন ভালোভাবে ঘুমাতে পারব।
পার্শ্ববর্তী এতিমখানার শিক্ষার্থী সাবিনা আক্তার জানান, এতোদিন আমাদের শীতে অনেক কষ্ট হতো। লতিফ মাস্টার ফাউন্ডেশন থেকে শুধু কম্বল না, আমাদের এতিমখানার জন্য অনেক সাহায্য করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
নানাবিধ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অতিথিরা ফাউন্ডেশনের নিজস্ব ভবন এবং স্বেচ্ছাসেবী সংগঠন উসেকার ভবনের উদ্বোধন করেন। এছাড়া স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধনিবাসের বায়োগ্যাস প্ল্যান্ট এবং বেশরগাতি সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউটের গভীর নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের কাজ ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বিএইচ