জমি নিয়ে বিরোধের জেরে শিশু কন্য রাফিয়া আক্তার জিমকে কুপিয়ে হত্যা করেছে বাবা। কন্যা কে বাচাতে গিয়ে দায়ের কোপে আহত হয়েছে স্ত্রী জেসমিন আক্তার ও চার বছরের অপর কন্যা রুবাইয়া আক্তার। পরে রশীদুল নিজেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটিগ্রামে।
পীরগাছা থানার ওসি সেরেস চন্দ্র জানান, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে বিরোধ চলে আসছিল রশিদুল ইসলামের। এই নিয়ে রোববার রাতে তাঁদের মধ্যে ঝগড়া বাধলে রশীদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধ এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এতে বড় মেয়ে জিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে রুবাইযা। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলেন।
এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও অপর মেয়েকে দ্রুত উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠায়। ওসি জানান আহত সকলের অবস্থা আশংকাজনক। ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।